ড. ইউনুস এর সম্মানে ভারতের হানি সিং-এর গান ! ৭ দিনে ৫৬ মিলিয়ন ভিউ, ভারত-বাংলাদেশে আলোচনার ঝড়
.jpg)
Tuhin Sarwar is an award-winning Bangladeshi journalist, author, and publisher, widely recognized for his compelling coverage of human rights, global crises, and social justice. His investigative reporting on critical issues like the Rohingya refugee crisis, child labor, and political developments provides in-depth analysis and thought-provoking insights on the challenges facing Bangladesh and the world. As the editor and publisher of The Today, Tuhin Sarwar advocates for independent journalism
তুহিন সারোয়ার:
ধর্ষণের বিচার ও জন পরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (NCP) ও স্থানীয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা শেখ জিহাদুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, বিশিষ্ট পরিবেশবিদ ও কলামিস্ট সাঈদ চৌধুরী, মাস্টারমাইন্ড ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদ হাসান মুন্সী, ভবানীপুর মডেল একাডেমির পরিচালক মেহেদী হাসান, ফাহিম ফয়সাল,জাতীয় নাগরিক পার্টির গাজীপুর সদর উপজেলা নেতা মেহেদী হাসান মিঠুন, আজহারুল ইসলাম আশিক ও রনি আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি ধর্ষণের ঘটনা আগের তুলনায় বেড়ে গেছে। মাগুরায় আট বছরের শিশুকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। গত দু মাসে ধর্ষিত হয়েছে ৯৪ জন নারী। নির্যাতিত হয়েছে ২৯৬ জন। এটি অশনী সংকেত। এ থেকে উত্তরণের জন্য অবিলম্বে ধর্ষককে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জাগরণ ঘটাতে হবে জনমানুষের।
বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন বলেন,
বাংলাদেশে মহিলা সম্পর্কে সমাজের বিভিন্ন মূল্যবোধ এবং প্রত্যাশা এখন পর্যন্ত অসুস্থ রয়েছে। এর পিছনে সামাজিক শিক্ষা এবং সামাজিক বিবেচনার অভাব রয়েছে। একে অপরের বিরুদ্ধে ধর্ষণ এবং স্ত্রী-দাম্পত্যের ক্ষতি পর্যন্ত হয়ে যায়। মহিলার নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ এবং রাষ্ট্রের সাথে মোটেই সম্পর্ক না থাকার কারণে দেশব্যাপী নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক শাহান সাহাবুদ্দিন আরো বলেন,
সম্প্রতি ধর্ষণের ঘটনা আগের তুলনায় বেড়ে গেছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র - আসক এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ২১ টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন।
বাংলাদেশ মহিলা পরিষদ এর ওয়েবসাইট ও আইন ও সালিশ কেন্দ্র (আসক) গবেষণা প্রতিবেদনে নারী নির্যাতনের নানা তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৭টি, এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ১৭টি, ধর্ষণের পর হত্যার দুইটি ঘটনা ঘটেছে। এদের মধ্যে পাঁচ জন প্রতিবন্ধী কিশোরী ও নারীও রয়েছেন।
ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার ৫৭ জনের মধ্যে ১৬ জন শিশু, ১৭ জন কিশোরী রয়েছেন। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিন জন কিশোরী ও ১৪ জন নারী, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন দুই জন নারী। এ ছাড়া ধর্ষণের চেষ্টা ১৯টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৩৬টি ঘটনা ঘটেছে এই মাসে।
জাতীয় নাগরিক পার্টির গাজীপুর সদর উপজেলা নেতা মেহেদী হাসান মিঠুন বলেন,
বাংলাদেশের সকল স্তরের সমাজে ধর্ষণের দায়িত্ব রাষ্ট্রের। তাই এখন থেকে ধর্ষণের বিচারে নির্দিষ্ট বিধি-নিয়ম নিয়ে আসা উচিত। তাছাড়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারা নারীকে নিরাপদ রাখতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পুলিশ এবং সরকারকে সকল সহযোগিতা করতে হবে।
মাস্টারমাইন্ড ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদ হাসান মুন্সী বলেন,
বাংলাদেশের প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রয়েলস কলেজের এক শিক্ষার্থীকে মাগুরায় ধর্ষণ করে ধরা হয়েছে। এর পর মাগুরায় এক আট বছরের শিশুকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। এর মাধ্যমে ধর্ষণের ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়।
এ ছাড়া বক্তারা বলেন, দেশের ধর্ষণকান্ড নিয়ে তদন্তের প্রয়োজন। বিদ্যমান আইনের দ্রুত আইন বলে পরিণত হয়ে ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। সেই সাথে জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক বলেন, মাগুরায় ধর্ষণের পর সরকারের সময়োজিত স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।
Tuhin Sarwar, an international media platform journalist in Bangladesh! and the publisher of Bangladesh's media publishing platform, The Today. the publisher of Bangladesh's media publishing platform, The Today. He regularly writes articles for some international media publication outlets.
Comments
Post a Comment