Posts

Showing posts with the label Sexual Exploitation and Abuse of Underprivileged Adolescent Girls in the Bangladeshi

ধর্ষণের বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Image
তুহিন সারোয়ার:  ধর্ষণের বিচার ও জন পরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (NCP) ও স্থানীয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা শেখ জিহাদুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, বিশিষ্ট পরিবেশবিদ ও কলামিস্ট সাঈদ চৌধুরী, মাস্টারমাইন্ড ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদ হাসান মুন্সী, ভবানীপুর মডেল একাডেমির পরিচালক মেহেদী হাসান, ফাহিম ফয়সাল,জাতীয় নাগরিক পার্টির গাজীপুর সদর উপজেলা নেতা মেহেদী হাসান মিঠুন, আজহারুল ইসলাম আশিক ও রনি আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি ধর্ষণের ঘটনা আগের তুলনায় বেড়ে গেছে। মাগুরায় আট বছরের শিশুকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। গত দু মাসে ধর্ষি...

Sexual Exploitation and Abuse of Underprivileged Adolescent Girls in the Bangladeshi Informal Workforce

Image
Sexual Harassment and Abuse of Underprivileged Young Girls in Bangladesh: An In-depth Research Paper Abstract This research paper examines the sexual harassment and abuse faced by underprivileged young girls in Bangladesh, particularly those working in factories, brick kilns, garment industries, and domestic roles in wealthy households. These girls, often from poor backgrounds, endure continuous exploitation and abuse but seldom receive justice due to societal, economic, and legal constraints. This paper investigates the prevalence, causes, effects, and failure of national and international systems to offer adequate protection. The research emphasizes the need for improved legal reforms, public awareness, and enhanced NGO support to combat these issues effectively       Introduction In Bangladesh, a significant number of young girls from marginalized communities are employed in hazardous work environments, including garment factories, brick kilns, and domestic...